গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ডাবল সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার দীনেশ চান্ডিমাল। এটা তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ৩১৬ বলে ১৬ চার এবং ৫ ছক্কায় ক্যারিয়ারে প্রথমবার দুই শর ঘরে পৌঁছে যান চান্ডিমাল। শেষ পর্যন্ত তিনি ৩২৬ বলে ২০৬ রানে অপরাজিত থাকেন।
এই ডাবল সেঞ্চুরির মাধ্যমে চান্ডিমাল ভেঙে দিয়েছেন কিংবদন্তি কুমার সাঙ্গাকারার রেকর্ড।
সাঙ্গাকারা অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে ১৯২ রান করেছিলেন। যা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো শ্রীলঙ্কান ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। চান্ডিমালের ২০৬ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ১৮১ ওভারে ৫৫৪ রান তোলে প্রথম ইনিংসে। শ্রীলঙ্কা লিড নিয়েছে ১৯০ রানের।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। প্রতিবেদন লেখার সময় অজিদের স্কোর ৭ উইকেটে ১৩৫ রান। ইনিংস পরাজয় এড়াতে আরো ৫৫ রান করতে হবে অস্ট্রেলিয়ার।