এবার রাশিয়ার অস্ত্রের গুদাম উড়িয়ে দিল ইউক্রেন

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে খেরসনের কাছে অবস্থিত নোভা কাখোভায় হামলা চালিয়েছে তাদের সেনারা।

এ হামলায় রাশিয়ার একটি অস্ত্রের গুদাম উড়ে গেছে। 

ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণ দিকের কমান্ড বলেছে, রাশিয়ার দখলকৃত নোভা কাখোভা লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। যেটি খেরসন থেকে ৩৫ কি.মি দূরে অবস্থিত।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, হামলার ধরণ দেখে বোঝা গেছে ইউক্রেনীয় সেনারা যুক্তরাষ্ট্রের পাঠানো হিমারস রকেট লঞ্চার ব্যবহার করে হামলা চালিয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বলা হচ্ছে, তাদের দেশের দক্ষিণভাগের যেসব অঞ্চল রুশ সেনারা দখল করেছে, সেসব স্থানে হামলা চালিয়ে সেগুলো পুনর্দখল করা হবে।

রুশ সেনারা দোনবাসে তাদের পূর্ণ মনযোগ দেওয়ায় এখন দক্ষিণ দিকের খেরসন, মেলিতোপোল এবং মারিপোলের মতো শহরগুলোতে হামলা চালানোর ছক কষছে ইউক্রেন। 

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অস্ত্রের গুদামে হামলা চালানোর দাবি করা হলেও, রাশিয়ার গণমাধ্যম টাস নিউজ জানিয়েছে, ইউক্রেনের চালানো হামলা আঘাত হেনেছে একটি সার কারখানায়। 

টাস নিউজ আরও জানিয়েছে, এ হামলায় সাতজন নিহত হয়েছেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY