গুজব ছড়ানোর অভিযোগে রাশিয়ার বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে মামলা

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অপরাধে দেশটির প্রখ্যাত এক বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে মামলা করেছে দেশটির সরকার।

রাশিয়ার কর্তৃপক্ষ ইলিয়া ইয়াশিন নামে ওই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে তার আইনজীবী ভাদিম প্রোখোরোভ জানিয়েছেন।

২০১১-২০১২ সালে রাশিয়ায় পুতিনবিরোধী আন্দোলনের নেতৃৃত্ব দিয়ে ছিলেন বিরোধী দলীয় নেতা ইলিয়া ইয়াশিন।

প্রথম থেকেই ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করে আসছেন তিনি।

তার আইনজীবী ভাদিম প্রোখোরোভ মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ এনে সরকার বিরোধী দলীয় নেতা ইলিয়া ইয়াশিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
 
মামলা করার পর ইলিয়া ইয়াশিনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তার আইনজীবী ভাদিম প্রোখোরোভকেও ডেকে পাঠিয়েছেন।

LEAVE A REPLY