কী নিয়ে বৈঠকে বসছেন পুতিন, এরদোগান ও রাইসি?

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য একটি বৈঠককে কেন্দ্র করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানও এসময় ইরানে থাকার কথা রয়েছে।  

আলজাজিরার খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় চলা ১১ বছরের যুদ্ধ অবসানে কথিত ‘আসটানা শান্তি প্রক্রিয়ার’ অংশ হিসেবে কয়েক বছর ধরে আলোচনা চালাচ্ছে রাশিয়া, তুরস্ক ও ইরান।  আগামী সপ্তাহে তেহরানে সিরিয়া নিয়ে আয়োজিত একটি সম্মেলনে যোগ দেবেন এ তিনি দেশের প্রেসিডেন্ট।  

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ১৯ জুলাই প্রেসিডেন্টের তেহরান সফরের পরিকল্পনা করা হচ্ছে। 

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে জুনের শেষ দিকে তাজিকিস্তান সফর করেন পুতিন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের মূল সামরিক ও রাজনৈতিক সমর্থক রাশিয়া ও ইরান। এছাড়া আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ফ্রি সিরিয়ান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গ্রুপগুলোকে এখনও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে তুরস্ক।

LEAVE A REPLY