‘প্রচুর পরিমাণে’ রাশিয়ার ডিজেল কিনবে ব্রাজিল

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়ার কাছ থেকে যতটা ডিজেল কেনা যায় ঠিক তত পরিমাণ ডিজেল কিনবে ব্রাজিল। 

দক্ষিণ আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফ্রানকা রাশিয়াকে ‘গুরুত্বপূর্ণ সহযোগী’ হিসেবে অভিহিত করে জানান, বর্তমানে ব্রাজিলে ডিজেল কম আছে। ফলে তারা রাশিয়ার কাছ থেকে ডিজেল কিনে নিজেদের চাহিদা পূরণ করতে চান। 

সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো জানান, রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্ট মূল্যে ডিজেল কেনার চুক্তি করেছে ব্রাজিল। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়। 

প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই। আমাদের নিশ্চিত করতে হবে ব্রাজিলের কৃষিব্যবসার জন্য পর্যাপ্ত ডিজেল আছে।  ব্রাজিলের ড্রাইভারদের জন্য পর্যাপ্ত ডিজেল আছে। এ কারণে আমরা খুবই নির্ভরযোগ্য একজন সহযোগীকে খুঁজছি। আর রাশিয়া তাদেরই একজন। 

এদিকে রাশিয়ার জ্বালানির ওপর পশ্চিমা দেশগুলো মুখ ফিরিয়ে নেয়। এরপর নিজেদের জ্বালানি তেলের দাম কমিয়ে দেয় দেশটি। সেই সুবিধা গ্রহণ করে রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণ তেল কিনেছে চীন ও ভারত। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY