যুক্তরাষ্ট্রের সেই অস্ত্র দিয়ে বড় সাফল্য পাচ্ছে ইউক্রেন

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছে দূরপাল্লার রকেট লঞ্চার চেয়ে আসছিল ইউক্রেন। 

তাদের অনুরোধে সাড়া দিয়ে ইউক্রেনকে মাল্টিপল রকেট লঞ্চার হিমারস দেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের আরেক মিত্র যুক্তরাজ্য দেয় এম২৭০ এমএলআরএস রকেট লঞ্চার।

তাছাড়া ইউক্রেনকে বিপুল পরিমাণ অত্যাধুনিক এম৭৭৭ হাউইটজার কামান দেয় যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো। 

এসব অস্ত্র দিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে বেশ বড় সাফল্য পাচ্ছে ইউক্রেন। 

গত সপ্তাহে দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝজিয়া এবং খেরসনের বেশ কিছু স্থানে এসব দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে সক্ষম হয়েছে ইউক্রেন। 

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ভাদিম ডেনিসেঙ্কো বুধবার বলেন, সবকিছুর ওপরে ধন্যবাদ ইউক্রেন যেসব অস্ত্র পেয়েছে। আমরা রাশিয়ার অন্তত দুই ডজন অস্ত্রের গুদাম ধ্বংস করে দিতে সমর্থ হয়েছি। তাছাড়া ফুয়েল ও লুব্রিকেন্টসের মজুদ ধ্বংস করে দিয়েছি। এগুলো অবশ্যই হামলার তীব্রতা কমাবে।  

এদিকে সাম্প্রতিক সময়ে দূর পাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার বিয়ষটি নিয়ে মুখ খুলেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা নিয়ে এসব হামলা চালাচ্ছে। তিনি আরও দাবি করেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সেনা ইনস্ট্রাক্টররাও এসেছেন। 

সূত্র: সিএনএন

LEAVE A REPLY