বাইডেনের সফরের মধ্যে সৌদিতে মার্কিনি আটক থাকার খবর

ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০১১ সালে সৌদি সফরে বাইডেন

একজন সৌদি বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ীকে গত বছরের নভেম্বর থেকে সৌদি কর্তৃপক্ষ কোনো অভিযোগ না এনেই আটক রেখেছে। বয়স সত্তরের কোঠায় থাকা এ ব্যক্তির ঘটনাটি আগে প্রকাশ পায়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচিত সৌদি সফরের মধ্যে খবরটি প্রকাশ পেল। সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রে অনেকেই বাইডেনের দেশটি সফরের বিরুদ্ধে ছিলেন।

বিনা বিচারে আটক রাখার তথ্যটি উল্লিখিত সৌদি ব্যক্তির পরিবারের একজন সদস্যের কাছ থেকে এসেছে। তিনি নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। সৌদিতে আটক  ব্যক্তিদের আত্মীয়রা প্রতিশোধমূলক ব্যবস্থার ভয়ে এ ধরনের ঘটনার কথা প্রকাশ করে না।

গত নভেম্বরে সৌদি আরবে পৌঁছনোর পর নিখোঁজ হন ওই ব্যক্তি। পরিবারের সদস্যদের বিশ্বাস, সোশ্যাল মিডিয়ায় সৌদি কর্তৃপক্ষের সমালোচনা করে দেওয়া পোস্টের কারণে তাকে আটক করা হয়ে থাকতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র বিবিসিকে বলেছেন, বিদেশে মার্কিন নাগরিকদের সুরক্ষার চেয়ে তাদের কাছে বড় কোনো অগ্রাধিকার নেই। তবে ব্যক্তির গোপনীয়তার কারণে তারা এ নিয়ে কোনো মন্তব্য করবেন না।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY