নতুন প্রেম নিয়ে সমালোচনার জবাব দিলেন সুস্মিতা

সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের প্রেম নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা-সমালোচনা।  দু’জনের বয়স, অতীতের সম্পর্ক, অর্থ-সম্পদের হালচাল সব নিয়ে চলছে মিশ্র আলোচনা। 

রোববার সকালেই এ নিয়ে ললিত মোদি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার মুখ খুলেছেন স্বয়ং সুস্মিতা সেন।

ইনস্টাগ্রামে এই বলিউড অভিনেত্রী জানান, চারপাশে মানুষের চিন্তার দৈন্য দেখে তিনি হতাশ। সুস্মিতা বলেন, আমি স্বর্ণের লোভে ললিতের কাছে যাইনি। তাছাড়া আমার তো হিরা ভালো লাগে। আর সেটা এখন নিজেরই কেনার ক্ষমতা রয়েছে।

ভক্তদের উদ্দেশে সুস্মিতা বলেন, আরে, তোমাদের সুস্মিতা ভালো আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। কাণ্ডজ্ঞান লোপ পায়নি আমার। আমি যা করছি, নিজের বোধবুদ্ধি দিয়েই। তবে আমায় এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।

বাংলার মানুষদের কথা ভেবে শেষে তিনি যোগ করেন, ‘দুগ্গা দুগ্গা।’

 গত বৃহস্পতিবার সুস্মিতার সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন ললিত। লন্ডনে গিয়ে কিছু ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন তিনি।

একের পর এক প্রেমে জড়িয়ে আলোচনায় থেকেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।  কিন্তু বিয়ের বন্ধনে আবদ্ধ হননি এখনো। বয়স ৪৬ পেরিয়ে তার।

১৫ বছরের ছোট রহমান শোলের সঙ্গে প্রেমের সম্পর্কে আলোচনায় ছিলেন সুস্মিতা।  সুস্মিতার বাড়িতেও রহমানের আসা-যাওয়া ছিল।

কিন্তু হঠাৎ করে সেই সম্পর্কে ছেদ পড়ে। গেল বছরের ডিসেম্বরে ব্রেকআপ করেন অভিনেত্রী। দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি টানেন তারা।

একটু বিরতি দিয়ে নতুন প্রেমে মজেছেন মিস ইউনিভার্স। প্রেমের বিষয়টি প্রকাশ্যে এনেছেন সুস্মিতার নতুন প্রেমিক ললিত কুমার মোদি।

সামাজিকমাধ্যম টুইটারে এক পোস্টে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন ললিত।

দুজনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে, আর অর্ধাঙ্গী সুস্মিতাকে নিয়ে কী বলব… নতুন শুরু, নতুন পরিবার… স্বপ্নের দেশে আছি।’

এর পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। 

LEAVE A REPLY