ইউক্রেনে ৫০ হাজার রুশ সেনা হতাহত

ইউক্রেনে ৫০ হাজার রুশ সেনা হয় মারা গেছে বা আহত হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাদাকিন।

এছাড়া রাশিয়ার প্রায় ১৭ হাজার ট্যাংক এবং প্রায় চার হাজার সাঁজোয়া যুদ্ধ যান ধ্বংসের পাশাপাশি ৩০ শতাংশেরও বেশি স্থল যুদ্ধযান কার্যকারিতা হারিয়েছে টনি রাদাকিনের বরাত দিয়ে দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেনের বন্দরনগরী ওডেসার কাছে একটি শিল্প এলাকায় দূরপাল্লার মিসাইল দিয়ে একটি অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ওই গুদামে ন্যাটো দেশ থেকে সরবরাহ করা হারপুন মিসাইল ছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কের কাছে একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং খারকিভ অঞ্চলে একটি এসইউ-২৫ বিমান ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এই খবর সামনে এলো।

LEAVE A REPLY