ক্রিকেট বোর্ডের এজিএমে থাকছে মুঠোফোন ও নগদ টাকা

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। চলতি বোর্ডের এটি দ্বিতীয় এজিএম। 

এজিএমে অংশ নেওয়া প্রত্যেক কাউন্সিলরের জন্য সোনারগাঁও হোটেলে কক্ষ বরাদ্দ করা হয়েছে। থাকছে ৫০ হাজার টাকার আর্থিক উপহার এবং একটি মোবাইল ফোন।  

গত বছরের ২৬ আগস্ট বিসিবির সর্বশেষ এজিএমে উপহারের তালিকায় ছিল এক লাখ টাকা ও একটি ল্যাপটপ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক জানান, এবারের এজিএমে সবাই আসবে ধরেই প্রস্তুতি নিচ্ছি। কাউন্সিলরদের জন্য সম্মানী থাকবে আর গিফট হিসেবে মোবাইল থাকবে। কেউ যদি কোনো কারণে না আসতে পারে, সে ক্ষেত্রে তাদেরকে জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হবে নাকি তারা এসে নিয়ে যাবে, সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

LEAVE A REPLY