নড়াইলের লোহাগড়ায় এক মুদি দোকানির বিতর্কিত পোস্ট দেওয়া নিয়ে এক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ।
রোববার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, মামলায় ২০০-২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ নিয়ে এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা করা হয়।
প্রবীর কুমার রায় আরও জানান, বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং দুটি মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।