ঢালিউড নায়িকার বাসা থেকে হীরার গহনা চুরি

ঢাকাই ছবির নায়িকা তানহা মৌমাছির বাসা থেকে তার ব্যবহৃত হীরার গহনা ও দামি ঘড়িসহ মূল্যবান কিছু জিনিস চুরি হয়েছে।

সবমিলিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের জিনিস চুরি হয়েছে বলে দাবি এ নায়িকার। 

সোমবার সন্ধ্যায় তার শোবার ঘরের থেকে দরজা ভেঙে এই চুরি করা হয়েছে।

চুরির বিষয়টি পুলিশকে জানিয়েছেন তানহা মৌমাছি। 

গণমাধ্যমকে তানহা বলেন, ‘চুরির সময় আমি বাড়িতেই ছিলাম। আমি দুই ঘণ্টার মতো বাড়ির ছাদে হাঁটছিলাম। ওই সময়টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। বড় ধরনের ধাক্কা খেলাম। গয়নার জন্য আমার দুঃখ নেই। কিন্তু আমার একটি মূল্যবান লাকি আংটি নিয়ে গেছে ওরা। যেটা আমি ১৩ বছর ধরে যত্ন করে রেখেছিলাম। এটা আমার কাছে অনেক মূল্যবান।’

কাউকে সন্দেহ করেন কিনা প্রশ্নে তিনি বলেন, মনে হচ্ছে তারা আমাদের পরিচিতদের কেউই এই চুরির ঘটনা ঘটিয়েছে। 

এই নায়িকার বাবা জয়নাল আবেদীন জিনু মণ্ডল জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী। বাবার জন্য ভোট চাইতে বর্তমানে তিনি তার গ্রামের বাড়তে রয়েছেন। আর সেখানেই এই চুরির ঘটনা ঘটেছে।

 প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি। পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্নপ্রকাশ করেন তানহা। ইতিমধ্যে তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা গুলো মুক্তি পেয়েছে। শাকিব খানের বিপরীতে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গেছে তাকে।

মনতাজুর রহমান আকবরের ‘আয়না’, রকিবুল আলম রকিবের ‘ইয়েস ম্যাডাম’ সিনেমায় কাজ করেছেন তিনি।

LEAVE A REPLY