রুশ মিসাইল হামলা, শহর ছাড়ার জন্য বললেন মেয়র

ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় অঞ্চল মাইকোলাইভে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে রুশ সেনারা। 

এসব মিসাইল হামলা প্রতিহত করার জন্য ইউক্রেন যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে- সেগুলো হামলা প্রতিহত করে কুলাতে পারছে না।

মাইকোলাইভের মেয়র অলেক্সান্ডার সিনকেভিচ মঙ্গলবার জানিয়েছেন এমন তথ্য। 

একটি সংবাদ সম্মেলনে মেয়র বলেন, গত কয়েক সপ্তাহ ধরে, শহরটিতে প্রতিদিন গোলাবর্ষণ হচ্ছে। আর তাই জীবন রক্ষা করার জন্য শহরটি ছেড়ে চলে যাওয়াই উত্তম। 

সাম্প্রতিক সময়ে রাশিয়া মাইকোলাইভে এস-৩০০ মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে। অথচ এসব মিসাইল আকাশে থাকা লক্ষ্য বস্তুতে আঘাত হানা এবং সেগুলো ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। 

মেয়র অলেক্সান্ডার সিনকেভিচ আরও বলেছেন, বর্তমানে মাইকোলাইভে ২ লাখ ৩০ হাজার মানুষ আছেন। যুদ্ধ শুরু হওয়ার আগে এখনকার বাসিন্দা ছিলেন প্রায় ৫ লাখ মানুষ। বর্তমানে যারা আছেন তাদের বেশিরভাগই বৃদ্ধ।

এসব বৃদ্ধ মানুষদেরও মাইকোলাইভ ছাড়ার জন্য আহ্বান জানিয়েছেন মেয়র।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY