পাকিস্তানে নৌকা ডুবে ২১ মৃত্যু, নিখোঁজ ৩০

পাকিস্তানের সিন্ধু নদে শতাধিক আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার পর অন্তত ২১ আরোহীর মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে ৩০ জন।

সোমবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি রওনা হয়েছিল। পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ জেলার মাচকা থানা এলাকায় সিন্ধু নদে প্রবল স্রোতের মধ্যে নৌকাটি ডুবে যায়। এতে এখন পর্যন্ত যে ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

তাদের মধ্যে ১৯ জন নারীসহ রয়েছে দুই শিশুও। সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হলেও এক সরকারি কর্মকর্তা জানান, ১৯ নারী ও চার শিশু মিলিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।

যাত্রীদের বেশির ভাগই নারী ও শিশু ছিল জানিয়ে সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রায় ৯০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকায় কতজন ছিল সেই সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, দেড় শর বেশি বরযাত্রী নিয়ে দুটি নৌকা রওনা হয়। উভয় নৌকাই স্রোতের বিপরীতে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকার মাঝি ভারসাম্য হারিয়ে ফেললে সেটি ডুবে যায়।  

সূত্র : ডন

LEAVE A REPLY