ছবিতে থাইল্যান্ড-বাংলাদেশের মিল দেখান, পুরস্কার জিতুন

বাংলাদেশের রাজধানী ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের দূতাবাস ছবি প্রতিযোগিতার আয়োজন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘রয়্যাল থাই এম্বাসি ঢাকা, বাংলাদেশ’ নামে ভেরিফায়েড পেইজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ছবি প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে- ‘দ্য রয়্যাল থাই এম্বাসি ফটোগ্রাফি কনটেস্ট ২০২২’।

ফটোগ্রাফারদের প্রতি থাইল্যান্ডের দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, বাংলাদেশ বা থাইল্যান্ডে তোলা আপনাদের সেরা ছবি জমা দিন।

যেকোনো দিক থেকে দুই দেশের মিল দেখিয়ে পুরস্কার জিতুন।  

প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছে ২০ হাজার টাকা। এ ছাড়া প্রথম রানার আপ পাবেন ১৫ হাজার টাকা এবং ১০ হাজার টাকা পাবেন দ্বিতীয় রানার আপ।

আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত ছবি জমা দিয়ে প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। সে ক্ষেত্রে থাইল্যান্ড কিংবা বাংলাদেশে তোলা ছবি জমা দিতে হবে।

জানা গেছে, ছবি বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করা হবে। আগামী ১ অক্টোবর থেকে ফেসবুকে ‘রয়্যাল থাই এম্বাসি ঢাকা, বাংলাদেশ’ নামে ভেরিফায়েড পেইজে সেগুলো প্রকাশ করা হবে। থাইল্যান্ড ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে ৫ অক্টোবর ছবিগুলো প্রদর্শন করা হবে।

ছবি প্রতিযোগিতায় বিজয়ীর নাম অবশ্য ২ অক্টোবর ঘোষণা করা হবে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ৫ অক্টোবর।  

LEAVE A REPLY