বায়ার্নে ডি লিট

ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নাম লেখালেন ডাচ ডিফেন্ডার ম্যাথিস ডি লিট। বড় অঙ্কের ট্রান্সফার ফি’তে ২০২৭ সাল পর্যন্ত লিটের সঙ্গে চুক্তি করেছে জার্মান ক্লাবটি। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

২০১৯ সালে আয়াক্সকে চ্যাম্পিয়নস লিগের সেমিতে তুলতে বড় অবদান রাখেন ডি লিট।

সে মৌসুমের পারফরম্যান্স নজর কাড়ায় পরের মৌসুমেই যোগ দেন জুভেন্টাসে। ইতালিয়ান ক্লাবটিতে কাটিয়েছেন তিন বছর। ১১৭ ম্যাচ খেলে করেছেন ৬টি গোল। দলটির হয়ে জিতেছেন একটি করে সিরি আ, ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ।

বায়ার্নের অংশ হতে পেরে খুশি ডি লিট,’বড় বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়া একটি দল হলো বায়ার্ন। আমি এখন বায়ার্নের গল্পের অংশ হয়ে উঠেছি, এতে আমি খুব খুশি। ‘ ডি লিটকে প্রশংসায় ভাসিয়েছেন বায়ার্নের সিইও ওলিভার কান,’ইতোমধ্যে সে আন্তর্জাতিক পর্যায়ে মুগ্ধ করেছে। শুধু তাঁর টেকনিক্যাল যোগ্যতা নয়, সে এমন এক চরিত্র যে যেকোনো দলকে নেতৃত্ব দিতে পারে। ‘

ডি লিটের আগে লিভারপুল থেকে সাদিও মানে ও আয়াক্স থেকে ডিফেন্ডার নাউসাইর মাজরাউই এবং মিডফিল্ডার রায়ান গ্রাভেনবারচকে দলে টেনেছে বায়ার্ন মিউনিখ।

LEAVE A REPLY