মাহমুদ উল্লাহর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত কবে?

উইন্ডিজ সফর থেকে আজ বৃহস্পতিবার অনেকটা চুপিসারেই দুই সতীর্থকে নিয়ে দেশে ফিরেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। চুপিসারে দেশে ফেরার কারণ, সফরের টি-টোয়েন্টি সিরিজে দল চরম ব্যর্থ হয়েছে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে না গেলে ৩-০ ব্যবধানেই ধোলাই হতে হতো। মাহমুদ উল্লাহর ব্যক্তিগত পারফরম্যান্সও দৃষ্টিকটু।

মুখস্থ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এসব কারণেই কয়েক দিন ধরে টি-টোয়েন্টির নেতৃত্ব পরিবর্তন নিয়ে চলছে আলোচনা।

আর এক সপ্তাহ পরেই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে খেলতে হবে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। এরপর আছে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের যে অবস্থা, তাতে বিশ্বকাপে যাওয়া-না যাওয়া সমান মনে করছেন বোর্ডের কেউ কেউ। জোর গুঞ্জন আছে, টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার দেওয়া হতে পারে। তবে সাকিব নাকি এশিয়া কাপ থেকে দায়িত্ব নিতে রাজি আছেন। তাই জিম্বাবুয়ে সফরে মাহমুদ উল্লাহ টিকে যেতেও পারেন।

মাহমুদ উল্লাহর নেতৃত্ব নিয়ে আজ-কালের মধ্যেই বিসিবিতে আলোচনা হওয়ার কথা আছে। সেই সভা থেকেই আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গুঞ্জন সঠিক হলে ৩৬ বছর বয়সী মাহমুদ উল্লাহ নেতৃত্ব হারানোর পাশাপাশি টি-টোয়েন্টি দলে জায়গাও হারাতে পারেন। ঠিক সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হকের মতো। মূলত বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি দলটিকে ঢেলে সাজাতে চাইছে বিসিবি। যাতে মাহমুদ উল্লাহর পাশাপাশি আরো দু-একজন সিনিয়র ক্রিকেটার নাও থাকতে পারেন!

LEAVE A REPLY