মৌলিক গানেই বেঁচে থাকতে চান সুস্মিতা

প্রয়াত সঙ্গীতশিল্পী শাহানাজ রহমতুল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপুর বিচারকার্যের মধ্য দিয়ে ২০১৪ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার শীর্ষ দশে স্থান করে নিয়েছিলেন সাভারের মেয়ে সুস্মিতা সাহা। 

তার বাবা সুকান্ত সাহা ও মা ডলি সাহা মেয়েকে গান শেখার জন্য প্রথমেই গানে হাতিখড়ি করান রাজধানীর টিকাটুলীর শিক্ষক গোবিন্দ গৌতম চক্রবর্তীর কাছে। এরপর অনুপ ভট্টাচার্যের কাছেও কিছুদিন তালিম নিয়েছেন তিনি। 

২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত সামিনা চৌধুরীর কাছেই গানে তালিম নিচ্ছেন সুস্মিতা। এ পর্যন্ত ত্রিশটি মৌলিক গান প্রকাশ হয়েছে তার। গেল বুধবার তিনি ‘আজি ঝর ঝর মুখর বাদলও দিনে’ ও ‘দে দোল দোল’ দু’টি কাভার সং-এ কণ্ঠ দেন। 

গান দুটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন জিয়াউল হাসান পিয়াল। এই দুটি গানে তার সহশিল্পী বিপ্লব সাহা।

গত ঈদে তার দুটি গান প্রকাশ হয়। একটি ‘নামটা লিখোনা’ (গীতিকার সৈয়দ মোহসীন মুনির, সুরকার কাজী হাবলু) ও ‘কেমন আছে’ (গীতিকার  ড. মো. হারুনুর রশীদ, সুরকার নিজাম উদ্দিন জাহিন)।

সুস্মিতা জানান, ২০১৯ সালে তার প্রথম মৌলিক গান ‘শুধু তুমি’ (গীতিকার কামরুজ্জামান কাজল, সুর কাজী হাবলু) প্রকাশ হয়। সিনেমার গানেও অভিষেক ঘটেছে সুস্মিতার। আলী আজাদের ‘বনলতা’ সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন রাজীবের সঙ্গে। গানটি লিখেছেন আলী আজাদ, সুর করেছেন আনোয়ার সিকদার টিটন।

এছাড়াও তিনি ‘হৃদ মাঝারে তুমি’ সিনেমাতেও বেলাল খানের সঙ্গে গান গেয়েছেন। দুটি সিনেমাই সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্লে-ব্যাকে সুস্মিতার অপেক্ষায় তার প্রিয়জনেরা। সুস্মিতার সবচেয়ে প্রিয় শিল্পী সামিনা চৌধুরী। সামিনা চৌধুরীর গাওয়া ‘ঘুম ঘুম চোখ মেলে দিয়ে’ গানটিই তিনি স্টেজ এবং টিভি শোতে সবচেয়ে বেশি গেয়েছেন।

সঙ্গীত নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে সুস্মিতা সাহা বলেন, অবশ্যই কিছু ভালো কথার শ্রুতিমধুর সুরের মৌলিক গান করে যেতে চাই, যে গানগুলো আজীবন শ্রোতারা মনে রাখবেন। সবার আশীর্বাদ চাই, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করে যেতে পারি। 

গেল ঈদেও নাটক ‘ফাহাদের কুকুর ভার্সেজ জুঁইয়ের বিড়াল’ ও ‘লুজার’ নাটকে দুটি গান গেয়েছেন সুস্মিতা।

LEAVE A REPLY