ইউক্রেনে রাশিয়ার অভিজ্ঞতাই চীনকে তাইওয়ানের শক্তি প্রয়োগের ব্যাপারে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান বার্নস। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে উইলিয়াম বার্নস বলেন, তাইওয়ানে শক্তি প্রয়োগের ক্ষেত্রে চীনকে বদ্ধপরিকরই মনে হচ্ছিল। তবে ইউক্রেনের রাশিয়ার অভিজ্ঞতা কখন ও কীভাবে তাইওয়ানে আক্রমণ করতে হবে, সে ব্যাপারে চীনের হিসাব-নিকাশকে প্রভাবিত করেছে।
অ্যাস্পেন সিকিউরিটি ফোরামে বার্নস আরও বলেন, চীন সম্ভবত ইউক্রেনে দেখেছে যে ‘কম শক্তি দিয়ে দ্রুত, সিদ্ধান্তমূলক বিজয় অর্জন করা যাবে না’।
এই বছরের শেষের দিকে কমিউনিস্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের দিকে অগ্রসর হতে পারেন এমন জল্পনাকে উড়িয়ে দিয়েছেন বিল বার্নস। তবে বিদ্যমান ঝুঁকি ‘এই দশকে আরও বেশি হবে’ বলেও সতর্ক করেছেন তিনি।
তিনি বলেন, আমি স্ব-শাসিত তাইওয়ানের উপর চীনের নিয়ন্ত্রণ জোরদার করার জন্য প্রেসিডেন্ট শির সংকল্পকে অবমূল্যায়ন করব না।
বার্নস বলেন, ইউক্রেনে রাশিয়ার পাঁচ মাসব্যাপী যুদ্ধের দিকে নজর দিয়েই চীনের মধ্যে ‘অস্থিরতা’ দেখা দেয়। এর আগে এই যুদ্ধকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কৌশলগত ব্যর্থতা’ হিসেবে চিহ্নিত করেছিলেন।