‘একটি রকেট লঞ্চারও ধ্বংস করতে পারেনি রাশিয়া’

ইউক্রেনে  যুক্তরাষ্ট্র অত্যাধুনিক ও শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার অস্ত্র হিমারস পাঠিয়েছে। তাছাড়া যুক্তরাজ্য ও অন্যন্য পশ্চিমা দেশগুলো একই গোত্রের অস্ত্র ইউক্রেনকে দিয়েছে। 

কয়েকদিন আগে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, ইউক্রেনে পাঠানো যুক্তরাষ্ট্রের দুটি হিমারস ধ্বংস করে দিয়েছে তারা। 

তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে রাশিয়া এখনো একটি রকেট লঞ্চারও ধ্বংস করতে পারেনি। এমনকি পশ্চিমারা যেসব রকেট লঞ্চার পাঠিয়েছে সেগুলোর ওপরও কোনো আঘাত হানতে পারেনি রুশ সেনারা। 

এ ব্যাপারে বুধবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলে বলেন, এখন পর্যন্ত আমরা যেসব হিমারস দিয়েছি -আর আমরা একমাত্র দেশ না, অন্যদেশগুলোও দূরপাল্লার অস্ত্র দিচ্ছে -এখন পর্যন্ত যেসব দূরপাল্লার রকেট লঞ্চার ইউক্রেন পেয়েছে তার একটিও ধ্বংস করতে পারেনি রুশ সেনারা।

ইউক্রেনের প্রতিরক্ষা যোগাযোগ গ্রুপের সঙ্গে একটি বৈঠকে এসব তথ্য জানান মার্ক মেলি। 

তিনি জানান, ইউক্রেনের দক্ষ কামান সেনারা এসব দূরপাল্লার রকেট লঞ্চার দক্ষ হাতে পরিচালনা করায় রাশিয়ার বিরুদ্ধে হামলা করে সাফল্য পাওয়া যাচ্ছে। 

সূত্র: সিএনএন

LEAVE A REPLY