নর্ড স্ট্রিম: ইউরোপে পুনরায় গ্যাস সরবরাহ চালু করল রাশিয়া

নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে ইউরোপে পুনরায় গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া। বিবিসি জানিয়েছে, বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন আগে রাশিয়া এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করেছিল।  

ইউরোপীয় ইউনিয়ন সতর্কতা জারি করে বলেছে, নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ রাশিয়ার তরফ থেকে কমিয়ে নিয়ে আসা হবে কিংবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে।

১০ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে নর্ড স্ট্রিম–১ দিয়ে গ্যাস সরবরাহ চালু হয়েছে।

তবে গ্যাস সরবরাহের পরিমাণ আগের চেয়ে অনেক কম।

মস্কোর তরফ থেকে গ্যাস সরবরাহ ইউরোপে বন্ধ করে দেওয়া হতে পারে- এই আশঙ্কায় গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমাতে গতকাল বুধবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন।

সূত্র: বিবিসি।

LEAVE A REPLY