বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পাণ্ডার মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক পোষা পাণ্ডা ‘আন আন’ মারা গেছে। আজ বৃহস্পতিবার হংকংয়ের একটি চিড়িয়াখানায় ৩৫ বছর বয়সে মারা গেল পুরুষ পাণ্ডাটি। পাণ্ডাটি হংকংকে উপহার হিসেবে দিয়েছিল চীন। চীনের জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হয় জায়ান্ট পাণ্ডা।

বিবিসি জানিয়েছে, ১৯৯৯ সালে হংকংকে দুটি পাণ্ডা উপহার দিয়েছিল চীন। একটি পুরুষ এবং অন্যটি নারী পাণ্ডা। পরে দুটিকে হংকংয়ের ওশ্যান পার্কে রাখা হয়। পুরুষ পাণ্ডাটির নাম রাখা হয় আন আন এবং নারী পাণ্ডাটির নাম রাখা হয় জিয়া জিয়া। পাণ্ডা দুটিকে সিচুয়ান থেকে ধরে আনা হয়েছিল।

নারী পাণ্ডা জিয়া জিয়া ২০১৬ সালে ৩৮ বছর বয়সে মারা যায়। সেটি ছিল পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী পাণ্ডা। প্রায় ছয় বছর পর এসে সবচেয়ে বয়স্ক পুরুষ পাণ্ডা হিসেবে ৩৫ বছর বয়সে মারা গেল আন আন।

বুনো প্রকৃতিতে পাণ্ডা সাধারণত গড়ে ২০ বছর বেঁচে থাকে। তবে পোষা বা বন্দি অবস্থায় একটু বেশিই বয়স পায় সুন্দর এই প্রাণীটি।

kalerkantho

ওশ্যান পার্ক কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি খাবারদাবার কম খাচ্ছিল পাণ্ডাটি। নড়াচড়াও করছিল কম। গত সপ্তাহ থেকে একেবারেই খাচ্ছিল না আন আন। কেবল পানি খেয়ে আর ঝিমিয়ে দিন কাটছিল তার। এতে চিড়িয়াখানার কর্মচারীরা বুঝতে পেরেছিলেন, পাণ্ডাটির দিন ফুরিয়ে আসছে।

ওশ্যন পার্ক চেয়ারম্যান পাওলো পং বলেন, ‘পাণ্ডাটি বেশ চতুর ও খেলাধুলায় পটু ছিল। আমাদের দর্শনার্থীদের প্রচুর আনন্দ দিত পাণ্ডাটি। তাকে খুব মনে পড়বে। ‘

সূত্র : বিবিসি

LEAVE A REPLY