শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ শিবিরে নিরাপত্তা বাহিনীর অভিযান

শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মূল শিবিরে অভিযান চালিয়েছে। বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের তাঁবু নামিয়ে ফেলা শুরু করেছে নিরাপত্তা বাহিনী।  

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীরা সরে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে সেখানে অভিযান শুরু করে শত শত সেনা ও পুলিশ কমান্ডো।  

অভিযোগ উঠেছে, বিবিসির একজন প্রতিবেদককে পিটিয়েছে লঙ্কান সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক সদস্য ওই প্রতিবেদকের মোবাইল কেড়ে নিয়ে ভিডিও মুছে দিয়েছে।

রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীদের ওপর অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী।

রনিল বিক্রমাসিংহে সে দেশের মানুষের কাছে চরম অপছন্দের পাত্র হিসেবে বিবেচিত হচ্ছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও বিক্ষোভকারীদের কেউ কেউ বলছেন, রনিল বিক্রমাসিংহেকে একবার সুযোগ দেওয়া হবে।

শপথ নেওয়ার পর রনিল বিক্রমাসিংহে বলেছেন, সরকার উৎখাতের কোনো চেষ্টা কিংবা সরকারি ভবন দখল করে নেওয়া গণতন্ত্র নয়। এ ধরনের কাজে যারা যুক্ত থাকবে তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।
সূত্র: বিবিসি

LEAVE A REPLY