সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে পুতিনের ফোনালাপ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ফোনালাপে তারা তেলের বাজার নিয়ে কথা বলেছেন।

এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের এক সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটির কার্যত হর্তাকর্তা মুহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেন পুতিন।

এর আগে সৌদি আরবে সফরকালে মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন।

পুতিন ও সৌদি ক্রাউন প্রিন্সের মধ্যকার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি প্রচার করেছে ক্রেমলিন।

ক্রেমলিন ওই বিবৃতিতে জানিয়েছে, ভ্লাদিমির পুতিন ও মুহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

পুতিনের ইরান সফর নিয়েও সৌদি যুবরাজের সঙ্গে আলাপ হয়েছে।
সূত্র: এএফপি।

প্রথম দিন সৌদি থেকে ফিরলেন ১,১৭৪ হাজি

LEAVE A REPLY