ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক

ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে উড্ডয়নের আগমুহূর্তে বোমাতঙ্ক সৃষ্টি হয়। মূলত টেক অফের আগে ফ্লাইটেরই এক যাত্রী তার ব্যাগে বোমা থাকার দাবি করেন। পরে অবশ্য তার ব্যাগে কোনো বোমা পাওয়া যায়নি।

এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে।

ভারতের বিহারের পাটনা থেকে রাজধানী দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাটনা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সময় বিমানের ভেতরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এক যাত্রী নিজেই উঠে দাড়িয়ে জানান, তার ব্যাগে বোমা রয়েছে। তারপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

ভুয়া আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে ওই যাত্রীকে। তবে এর আগে নিরাপদে সকল যাত্রীকে বিমানটি থেকে বের করে আনা হয়।

আটক ব্যক্তির নাম ঋষি চন্দ্র সিং। প্রাথমিক তদন্তের পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY