এবার শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দিনেশ গুণাবর্ধনে নিয়োগ পেয়েছেন। আজ শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এরপর শপথ নেন তিনি।

রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া দিনেশ গুণাবর্ধনে দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে পরিবারের মিত্র।

রনিল বিক্রমাসিংহে তার স্কুলের সহপাঠী দিনেশ গুণাবর্ধনেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন। ৭৩ বছর বয়সী গুণাবর্ধনে নিজেও বিশিষ্ট রাজনৈতিক পরিবারের সদস্য।

রনিল বিক্রমাসিংহের উপস্থিতিতে শুক্রবার শপথ নেন শ্রীলঙ্কার শাসক দল পোডুজানা পেরামুনা (এসএলপিপি)-এর একজন সাবেক মন্ত্রী দিনেশ গুণাবর্ধনে। এসময় আইনপ্রণেতা এবং কর্মকর্তাদের পাশাপাশি সেখানে ইউনিফর্ম পরা সামরিক কর্মকর্তারা সামনে বসে ছিলেন। মন্ত্রিসভার বাকি সদস্যরা শুক্রবারই শপথ নেবেন বলে গণমাধ্যমে বলা হয়েছে।

গত ১৫ জুলাই শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। গত ২০ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হন তিনি। আর আজ নতুন প্রধানমন্ত্রী পেল শ্রীলঙ্কা।
সূত্র: রয়টার্স।

LEAVE A REPLY