রাশিয়ার কথার সঙ্গে কাজের মিল নিশ্চিত করব: লিজ ট্রাস

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শস্য চুক্তি হওয়ার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রাশিয়ার কথার সঙ্গে অবশ্যই কাজের মিল থাকতে হবে। বিষয়টি নিশ্চিত করতে যুক্তরাজ্য ও এর মিত্ররা কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। 

এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন লিজ ট্রাস। বিবৃতিতে তিনি বলেছেন, ইউক্রেনে পুতিনের বর্বর আক্রমণের কারণে, বিশ্বের ঝুঁকিপূর্ণ ও গরীব দেশগুলোর মানুষ খাদ্যভাবে পড়ার শঙ্কায় আছে। ইউক্রেনের শস্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানো অনেক গুরুত্বপূর্ণ। এ চুক্তি করতে মধ্যস্থতা করায় আমরা তুরস্ক এবং জাতিসংঘ সেক্রেটারিকে ধন্যবাদ জানাই। 

তিনি আরও বলেন, এ অবস্থানে পৌঁছানোর জন্য যুক্তরাজ্য এবং আমাদের মিত্ররা কঠোর চেষ্টা করেছি। এখন চুক্তিটি অবশ্যই কার্যকর হতে হবে এবং আমরা পর্যবেক্ষণ করব এবং নিশ্চিত করব যেন রাশিয়ার কথার সঙ্গে কাজের মিল থাকে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বে শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পুতিনকে অবশ্যই পুতিনকে যুদ্ধ বন্ধ করতে হবে এবং তার সেনাদের ইউক্রেন থেকে সরিয়ে নিতে হবে। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY