রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ৫ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো চারটি দূরপাল্লার রকেট লঞ্চার হিমারস ধ্বংস করে দিয়েছে তাদের সেনারা।
নিয়মিত ব্রিফিংয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে, চারটি রকেট লঞ্চার এবং হিমারস বহনকারী একটি যান ধ্বংস করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে বুধবার জানান রাশিয়া এখন পর্যন্ত কোনো রকেট লঞ্চার ধ্বংস করতে পারেনি। তার এ দাবির দুইদিন পর রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হলো তারা চারটি হিমারস ধ্বংস করে দিয়েছে।
পেন্টাগন নিউজ ব্রিফিংয়ে মার্ক মিলে জানান, ইউক্রেনের সেনারা এসব হিমারস খুবই দক্ষভাবে ব্যবহার করছে।
ইউক্রেনে এখন পর্যন্ত ১২টি পর্যন্ত ১২টি হিমারস এসেছে বলে জানানো হয় ইউক্রেনের পক্ষ থেকে। তাদের দাবি এসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ‘গেম চেঞ্জারের’ ভূমিকা পালন করবে।
দূরপাল্লার এসব হিমারসের মাধ্যমে দূরে অবস্থিত রুশ স্থাপনার ওপর বেশ কয়েকবার সফল হামলা চালাতে সক্ষম হয়েছে ইউক্রেন।
রাশিয়ার এ দাবির সত্যতা অবশ্য যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
সূত্র: আল জাজিরা