টানা দুই মাস ধরে অবস্থান কর্মসূচিতে মৎস্যের ৫১২ কর্মচারী

মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারী চাকরি রক্ষার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা দুই মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এরপরও সংশ্লিষ্ট পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জসিম, যুগ্ম সম্পাদক রকিবুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মো. সুমন হোসেন, ইশরাত জাহান প্রমুখ।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘ ৭ বছর মাঠ পর্যায়ে আলোকিত করে দেশের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে আসা দক্ষ জনবল দুই মাস ধরে রাস্তায় বসে আছে।

সংশ্লিষ্টরা একটি বারের জন্যও সামান্য সহনুভূতি না দেখিয়ে মৎস্য সপ্তাহ উৎযাপন করছে।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, তারা পরিচয়হীন হয়ে পড়েছেন। দীর্ঘ সাত বছর শ্রম দিয়ে যারা মৎস্যখাতের উন্নয়ন করলেন আজ তাদেরই মৎস্য অধিদপ্তর ও মন্ত্রণালয় পরিচয় দিতে চায় না। যেখানে অন্যান্য অধিদপ্তরে প্রকল্প শেষে জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত হচ্ছে, সেখানে কেবল আইনের অপব্যাখ্যা দিয়ে মৎস্য অধিদপ্তরের প্রয়োজনীয় জনবলের জীবন-যাপন ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তাই অবিলম্বে মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ জন কর্মচারীর চাকরি ফিরিয়ে দিতে হবে।

LEAVE A REPLY