ভারতের দিল্লির সিলামপুরের গৌতমপুরী এলাকায় রেফ্রিজারেটর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তির নাম জাকির। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, মৃত ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। পরিবারের বাকি সদস্যরা আলাদা থাকতেন। ইতোমধ্যেই সন্দেহভাজনদের তালিকা তৈরি করে তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই ব্যক্তির এক আত্মীয় পুলিশকে ফোন করে বিষয়টি জানান। দীর্ঘ সময় ধরে ওই ব্যক্তিকে ফোন করা সত্ত্বেও তিনি ফোন ধরছিলেন না। সে কারণে বাধ্য হয়ে তিনি ওই ব্যক্তির বাড়িতে ছুটে যান।
গৌতমপুরীর ওই বাড়িতে পৌঁছে তিনি ওই ব্যক্তির মরদেহ রেফ্রিজারেটরের মধ্যে দেখতে পান। এর পরই পুরো ঘটনা পুলিশকে সবিস্তারে ওই আত্মীয় জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেফ্রিজারেটর থেকে মরদেহ উদ্ধার করে।
সূত্র: আনন্দবাজার।