ফ্ল্যাট থেকে ২১ কোটি রুপি উদ্ধার হওয়া সেই মন্ত্রীর বান্ধবী গ্রেফতার

টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

স্থানীয় সময় শনিবার সকাল ১০টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আটক করা হয়েছে মন্ত্রীর সেই ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে অন্তত ২১ কোটি রুপি উদ্ধার করা হয়। সেখান থেকে আরও উদ্ধার করা হয়েছে, প্রায় ৫০ লাখ টাকার সোনার গয়নাও।

এত টাকার উৎস কী, এর কোনও সদুত্তর দিতে পারেননি অর্পিতা।

অর্পিতা কী করতেন? কোথা থেকে তার কাছে এত টাকা এল? পার্থের সঙ্গেই বা তার সম্পর্ক কেমন? এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

তবে অর্পিতার দাবি, তিনি একজন অভিনেত্রী। অভিনয় করেই তার যাবতীয় আয়। নিজের বিভিন্ন নেটমাধ্যমের অ্যাকাউন্টেও নিজেকে অভিনেত্রী হিসেবেই দাবি করেছেন অর্পিতা।

২০০৫ সালে মডেলিং দিয়ে বিনোদন জগতে হাতেখড়ি হয় অর্পিতার। টুকটাক অভিনয়ও শুরু করেছেন।

প্রসেনজিৎ অভিনীত ‘মামা ভাগ্নে’ এবং জিৎ অভিনীত ‘পার্টনার’-এর মতো বাংলা সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অর্পিতা।

উড়িষ্যার বেশ কিছু সিনেমাতেও অর্পিতা অভিনয় করেছেন বলে তার মা দাবি করেছেন। কাজ করেছেন বেশ কিছু তামিল সিনেমাতেও।

তবে অর্পিতাকে নিয়ে ক্রমশই দানা বাঁধছে বহু প্রশ্ন। ইডির প্রশ্নের পরই রহস্য দানা বেঁধেছে, মডেলিং এবং অভিনয় করে সত্যিই কি এত টাকা আয় করা যায়?

LEAVE A REPLY