ব্রিটেনে শাজমিন ও শাহেজের কৃতিত্বপূর্ণ ফলাফল

যুক্তরাজ্যে যখন স্মরণকালের প্রচণ্ড অসহনীয় গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং প্রবাস জীবনে পরিবারের অনেকেই রোগ-শোকে আছেন। ঠিক এ সময়েই বিশ্ববিদ্যালয় জীবনে কৃতিত্বপূর্ণ ফলাফল নিয়ে এসেছে একই পরিবারের ভাইবোন দুজনেই। 

ব্রিটেনে বাঙালি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে একই পরিবারের দুইজন মেধাবী শিক্ষার্থী শাজমিন ও শাহেজ।

সম্প্রতি মেধাবী শাজমিন আহমদ লন্ডনের ঐতিহ্যবাহী কিংন্কস কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে তথা স্কুল অব মেডিকেল এডুকেশনে গ্র্যাজুয়েট হয়েছেন। তার আগে তিনি আইবিএসসি পাশ করেছিলেন। এবার মেধাবী শাজমিন কৃতিত্বের সাথে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষের সেবায় ডাক্তার হিসেবে কর্মস্থল ইউনিভার্সিটি অব কলেজ লন্ডন হসপিটালে ইতোমধ্যে যোগদান করেছেন।

একই পরিবারের আরেক মেধাবী শিক্ষার্থী হলেন শাহেজ আহমদ। তিনি  ইন্জিনিয়ারিংয়ে স্টারসহ ফাস্ট ক্লাস পেয়েছেন। শাহেজ আহমদ ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার অব ইন্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইন্জিনিয়ারিং এ স্টারসহ ফাস্টক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং সেও তার জীবনের প্রথম অধ্যায়ে  আলোকিত জীবনের নতুন কর্মস্থলে যোগদান করেছে।

এ আনন্দময় সংবাদগুলো মুঠোফোনে যুগান্তরকে জানিয়েছেন যুক্তরাজ্যের কিংক্রসে বসবাসরত তাদের গর্বিত পিতামাতা সৈয়দ সুহেল আহমদ ও রিনা বেগম।

তাদের সন্তানদের সাফল্যে প্রথমেই মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করে বলেন- সন্তানরা শুধু পরিবারের মুখ উজ্জ্বল করেনি। তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলে ব্রিটেনে বাঙালি কমিউনিটির মুখ উজ্জ্বল হয়েছে।

সন্তানদের উজ্জ্বল ভবিষ্যত ও কর্মজীবনের সফলতা কামনা করে কমিউনিটির সবার কাছে দোয়া চেয়েছেন তাদের বাবা-মা।

LEAVE A REPLY