গণতন্ত্রকে পিছিয়ে দিচ্ছে মিডিয়া : ভারতের প্রধান বিচারপতি

ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। ফাইল ছবি

ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা বলেছেন, দায়িত্বের সীমা অতিক্রম করাসহ নানাভাবে মিডিয়া গণতন্ত্রকে পিছিয়ে দিচ্ছে।

বিচারপতি রামানা আজ শনিবার দেশটির ঝাড়খণ্ডের রাঁচিতে এক বক্তৃতা অনুষ্ঠানে মিডিয়া ট্রায়াল, বিচার বিভাগের ভূমিকা এবং বিচারকদের সামনে থাকা চ্যালেঞ্জসহ নানা বিষয়ে জোরালো মন্তব্য করেন।

ভারতের প্রধান বিচারপতি বলেন, ‘মিডিয়ার প্রচার করা পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি জনগণকে প্রভাবিত করছে, গণতন্ত্রকে দুর্বল করছে এবং ব্যবস্থার ক্ষতি করছে। এই প্রক্রিয়ায় ন্যায়বিচার প্রদানে বিরূপ প্রভাব ফেলছে।

মিডিয়া-সংশ্লিষ্টদের প্রতি ইঙ্গিত করে বিচারপতি রামানা বলেন, ‘নিজের দায়িত্বের সীমা অতিক্রম করে এবং লঙ্ঘন করে আপনি আমাদের গণতন্ত্রকে দুই ধাপ পিছিয়ে নিয়ে যাচ্ছেন। ’

রামানা বলেন, ‘সম্প্রতি আমরা মিডিয়াকে ক্যাঙ্গারু কোর্ট চালাতে দেখছি। এমন অনেক ইস্যুতেও তারা এটি করছেন যে বিষয়ে এমনকি অভিজ্ঞ বিচারকদেরও সিদ্ধান্ত নেওয়া কঠিন। ন্যায়বিচার প্রদানের সঙ্গে যুক্ত বিষয়ে অনবহিত ও উদ্দেশ্যমূলক বিতর্ক চালিয়ে মিডিয়া গণতন্ত্রকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। ’ 

প্রধান বিচারপতি আরো বলেন, ‘আমরা যদি প্রাণবন্ত গণতন্ত্র চাই, তাহলে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে এবং বিচারকদের ক্ষমতায়ন করতে হবে। আজকাল আমরা বিচারকদের ওপর ক্রমবর্ধমান শারীরিক হামলা প্রত্যক্ষ করছি। ’ বিচারকরা সামাজিক বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে রাখতে পারেন না বলেও মন্তব্য করেন রামানা।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY