একসঙ্গে ২৩ বছর

তৌকির ও বিপাশা

তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত দাম্পত্যজীবনের ২৩ বছর পার করে ফেলেছেন। শনিবার ২৩ জুলাই ছিল তাদের বিবাহবার্ষিকী। ১৯৯৯ সালে বিয়ে করেন তারা।

বিপাশা হায়াতের বাবা অভিনয়শিল্পী, নাট্যকার ও পরিচালক বাবা আবুল হায়াত।

তিনি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে তৌকীর-বিপাশাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। আবুল হায়াত লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী বিপাশা-তৌকীর। তোমাদের সুন্দর, শান্তির ও স্বস্তির জীবন কামনায়…। আম্মু-আব্বু। ’

তৌকীর-বিপাশা এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। দাম্পত্যজীবনে তারা দুই সন্তানের জনক-জননী। তাদের বড় সন্তান আরীব আহমেদ এখন নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি স্কুলে টুয়েলভ ক্লাসে পড়ছে। আর মেয়ে আরীষাও সেখানকার একটি স্কুলে ক্লাস টেনে পড়ছে।

LEAVE A REPLY