জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ‘৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ’। আজ দুপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে  টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

ফেডারেশন সভাপতি, তথ্য কমিশনার ড.আবদুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ: শাহ আলম সরদারের  সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব পরিমল সিংহ এবং   টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

২৮ জুলাই পর্যন্ত পাঁচ  দিন ব্যাপি এ টুর্নামেন্টে  ৭টি বিভাগ, ৫৪টি জেলা, ৫টি বিশ্ববিদ্যালয়, ২টি শিক্ষা বোর্ড ও ৩টি সার্ভিসেস দলসহ  মোট ৭১টি  দলের ৩১৩জন পুরুষ ও ৬৪জন মহিলাসহ  মোট ৩৭৭জন্য শাটলার প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্ট উদ্বোধনের পর প্রতিমন্ত্রী  ৩ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোর জিমনেশিয়ামের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।

LEAVE A REPLY