রুশ যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টা করেছে ইউক্রেন, দাবি মস্কোর

রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিল ইউক্রেন। এ ব্যাপারে ইউক্রেনের গুপ্তচরদের একটি চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে রাশিয়ান গোয়েন্দারা। রুশ সংবাদমাধ্যম আরটি ও তাস সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন পাইলট এই ব্যাপারে বিস্তারিত রুশ সংবাদমাধ্যম আরটির সঙ্গে শেয়ার করেছেন। 

তাস জানায়, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) একজন অপারেটর সোমবার বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা বিভাগের মাধ্যমে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সেস প্লেন ছিনতাই করার একটি প্রচেষ্টা পশ্চিমা গোয়েন্দাদের সহায়তায় পরিচালিত হয়েছিল।পশ্চিমা গোয়েন্দাদের মধ্যে মূলত ছিল ব্রিটিশ স্পেশাল সার্ভিস। 

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) চাঞ্চল্যকরভাবে যোগ করেছে যে, মার্কিন সরকার অর্থায়িত তদন্তকারী সংস্থা বেলিংক্যাটের (রাশিয়ায় বিদেশি এজেন্ট) রিপোর্টার ক্রিস্টো গ্রোজেভ এই অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি রাশিয়ান পাইলটদের অগ্রিম অর্থ দেওয়ার জন্য মস্কোতে দুই চালককে খুঁজে পান যারা ছিনতাইয়ে অংশ নিতে সম্মত হয়েছিলেন। 

এর আগে, এফএসবি দাবি করেছিল যে, তারা রাশিয়ান এরোস্পেস ফোর্সেস যুদ্ধবিমান ছিনতাই করার জন্য ন্যাটোর সহায়তায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়েরে প্রধান গোয়েন্দা অধিদপ্তরের একটি অভিযানকে ব্যর্থ করেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা এজেন্টের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও রেকর্ডিং অনুযায়ী, তারা একটি ছিনতাই হওয়া রুশ যুদ্ধবিমানের জন্যই দুই মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত দিতে প্রস্তুত ছিল।

LEAVE A REPLY