যে বিষয়টি নিয়ে ‘দ্বিধায়’ রুশ কমান্ডাররা

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার তাদের নিয়মিত ব্রিফিংয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশ কয়েকটি তথ্য প্রকাশ করেছে। 

তারা জানিয়েছে, বর্তমানে রুশ কমান্ডাররা দ্বিধায় আছে- তারা কি দোনবাসে সেনাদের পাঠাবে, নাকি খেরসনে শক্ত প্রতিরোধ গড়তে সেখানে নিজেদের সেনাদের পাঠাবে। 

এ ব্যাপারে যুক্তরাজ্যের গোয়েন্দারা বলেছেন, খেরসন এবং দোনবাসে লড়াই চলছে। রাশিয়ার কমান্ডাররা এখনো দ্বিধায় আছেন; দোনবাসে হামলা চালানোর জন্য সেনাদের কাজে লাগানো হবে, নাকি পশ্চিম দিকে  সেনা পাঠিয়ে সেখানকার প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করবে। 

তাছাড়া যুক্তরাজ্য জানিয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া যুদ্ধযান নিয়ে বর্তমানে সমস্যায় আছে রাশিয়া। কারণ এখন অসংখ্য যান মেরামত করার জন্য পাঠিয়েছে তারা।

ব্রিটিশ গোয়েন্দারা বলেছেন, রাশিয়ার বেলগোরোদের বারভিনোকে যুদ্ধযান মেরামতের একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। যেটি ইউক্রেন সীমান্ত থেকে ১০ কিলোমিটার ভেতরে। সেখানে বর্তমানে অন্তত ৩০০টি ক্ষতিগ্রস্ত যান আছে। যার মধ্যে রয়েছে যুদ্ধ ট্যাংক, সেনা বহনকারী যান এবং যুদ্ধযান। এগুলো ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিন্তু পর্যাপ্ত মেরামতকারী না থাকায় এগুলো সংস্কার করা কঠিন হয়ে যাবে, যোগ করে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY