ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। দেশটিতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাত হেনেছে। শক্তিশালী ভূমিকম্প উত্তর ফিলিপাইনে কেঁপে ওঠে, এতে অনেক ক্ষতি হয়েছে।

বুধবার স্থানীয় সময় ভোর পৌনে ৫টার দিকে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন। খবর এপির।

প্রতিবেদেনে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্প উত্তর ফিলিপাইনে কেঁপে ওঠে, এতে অনেক ক্ষতি হয়েছে এবং লোকজনকে রাজধানীতে বিল্ডিং ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পটি আবরা প্রদেশের চারপাশে একটি পাহাড়ী এলাকা থেকে উৎপত্তি হয় ।

ভূমিকম্পটি ২৫ কিলোমিটার (১৫ মাইল) গভীরতায় স্থানীয় ফল্টে চলাচলের মাধ্যমে শুরু হয়েছিল। এতে ক্ষতি এবং আরও আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল কম্পনের ফলে ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে।

LEAVE A REPLY