দেড় কোটি টাকার স্পন্সর পেল হকি ফেডারেশন

আগামী সেপ্টেম্বরে ৫৭টি জেলা নিয়ে মাঠে গড়াবে জাতীয় যুব হকি টুর্নামেন্ট। এই আসরকে সামনে রেখে দেড় কোটি টাকার স্পন্সর পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। টুর্নামেন্টের স্পন্সর করেছে আল আরাফা ইসলামী ব্যাংক।

আজ (বুধবার) বিমান বাহিনীর ফ্যালকন হলে আয়োজিত এক অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও আল আরাফা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান এ চৌধুরীর উপস্থিতিতে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

হকি ফেডারেশন থেকে জানিয়েছে,চুক্তি অনুযায়ী হকি ফেডারেশন আজ ৫০ লাখ টাকার চেক পেয়েছে। বাকি ১ কোটি টাকা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দুই কিস্তিতে প্রদান করবে।

এই টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশের হকিতে ইতিহাস রচিত হচ্ছে। প্রথমবারের মত সর্বোচ্চ দল নিয়ে যুব হকি টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। সবমিলিয়ে ৮টি ভেন্যুতে ম্যাচগুলো আয়োজিত হতে পারে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন,”আমরা তৃণমূল ও যুব পর্যায়ের হকিকে শক্তিশালী করতে চাই৷ আগামী সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। আশা করছি, এর মাধ্যমে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে। এর আগে ৪০টির মতো জেলা নিয়ে যুব হকি হয়েছে। এবার ৫৭টি জেলা খেলার আগ্রহ প্রকাশ করেছে। আশা করি সবাইকে মাঠে পাব। ‘

LEAVE A REPLY