দারুণ জয়ে আরও এক ধাপ এগোলো শেখ রাসেল

শুরুটা ছন্দহীন হলেও সময় গড়ালে নিজেদের মেলে ধরে শেখ রাসেল ক্রীড়া চক্র। সেই ছন্দ ধরে রেখে প্রথমার্ধেই পেয়ে যায় গোল। দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও মনোযোগী জুলফিকার মাহমুদের দল। বদলি নামা দীপক রয়ের জোড়া গোলে চালকের আসনে বসে রাসেল।

বিজ্ঞাপনঅবশ্য শেষ দিকে রহমতগঞ্জ ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে দুই গোল শোধ দেয়। শেষ পর্যন্ত দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।

বুধবার মুন্সিগঞ্জের ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জকে ৩-২ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। জোড়া গোল করেছেন দীপক রয়,একটি গোল রিচার্ড গাদজের। লিগের দ্বিতীয় পর্বে দশ ম্যাচ খেলে শেখ রাসেল জিতেছে পাঁচটিতে, ড্র তিনটি ও হার দুটিতে। ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এল শেখ রাসেল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।

শুরুতে বল দখলের লড়াইয়ে ব্যস্ত থাকে দুই দল। কেউই পারেনি তেমন সুযোগ তৈরি করতে। ৩৫মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন চার্লস দিদিয়ের। রহমত মিয়ার ফ্রিকিকে গোলের মুখ খুলে যায় কিন্তু ফাঁকায় থাকা দিদিয়েরের দুর্বল শট চলে যায় জিয়ার গ্লাভসে। এদিক-সেদিক হলেই পেতে পারতেন গোল। অবশ্য দুই মিনিট বাদেই গোলের দেখা পায় শেখ রাসেল। চার্লস দিদিয়েরের কাটব্যাকে দৌড়ে এসে জটলার মধ্য থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই রিচার্ড গাদজে।  

৬৩ মিনিটে বদলি নেমেই জোড়া গোল করে শেখ রাসেলকে চালকের আসনে বসান দীপক রয়। ৬৬ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে ইসমাইল আকিনাদের বাড়ানো পাস বাম প্রান্তে ফাঁকায় পেয়ে আলতো টোকায় বল জালে জড়ান দীপক। দশ মিনিট বাদে আবারও দীপক ম্যাজিক। বক্সের বাইরে থেকে রিচার্ড গাদজের গতির শট ছয় গজ বক্সের সামনে থেকে ফ্লিক হেডে বল জালে পাঠান তরুণ এই ফরোয়ার্ড।  

তিন গোলে পিছিয়ে থাকা রহমতগঞ্জ শেষ দিকে দুই গোল করে জমিয়ে তুলে ম্যাচ। ৮৮ মিনিটে ফ্রিকিকে রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন সিয়ুভজ আসরোরভ। শেষ বাঁশি বাজার আগে পেনাল্টি পায় পুরান ঢাকার ক্লাবটি। স্পট কিকে ব্যবধান ৩-২ করেন সিয়ুভজ আসরোরভ।

LEAVE A REPLY