কঙ্গোতে বিক্ষোভে নিহত শান্তিরক্ষীদের দুজন ভারতীয়

ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমাতে জাতিসংঘবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিন মঙ্গলবার অন্তত ১৫ জন নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী রয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, জাতিসংঘবিরোধী বিক্ষোভে শান্তিরক্ষী মিশনে মোতায়েন ভারতীয় আধাসামরিক বাহিনী বিএসএফের দুই সদস্য নিহত হয়েছেন।

বিএসএফের একজন মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরের ২৬ জুলাই ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মোতায়েন দুই সেনা এক সশস্ত্র বিক্ষোভে গুরুতর আহত হয়ে মারা যান।

এ মাসের শুরুর দিকেই সেখানে ৭৪-৭৬ জন ভারতীয় বিএসএফ মোতায়েন করা হয়েছিল। বুটেম্বোতে মরোকো র‌্যাপিড ডেপলয়মেন্ট বিএনের ক্যাম্প যেখানে বিএসএফ সেনারা অবস্থান করছেন, বিক্ষোভকারীরা সে স্থান ঘিরে রেখেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই বীর ভারতীয় শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নিহত সেনাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেছেন, অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে ও বিচারের আওতায় আনতে হবে।

সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরো জানিয়েছে, কঙ্গোতে প্রায় ৫০ জন আহত হয়েছে। রয়টার্সের একজন প্রতিনিধি দেখেছেন, জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যরা দুই বিক্ষোভকারীকে গুলি করেছেন। তারা নিহত হয়েছে। বিক্ষোভকারীরা শান্তিরক্ষীদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারে এবং জাতিসংঘের একটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

রয়টার্সের আরেকজন প্রতিনিধি জানান, কয়েকজন বিক্ষোভকারী জাতিসংঘ কর্মীদের বাড়িতে ঢুকে পড়ে। সেনাবাহিনীর পাহারায় এসব কর্মীদের অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY