পশ্চিমারা পরমাণু যুদ্ধে জড়ানোর ঝুঁকিতে: ব্রিটিশ উপদেষ্টা

স্যার স্টিফেন লাভগ্রোভ

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, পশ্চিমারা পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। কারণ তারা রাশিয়া ও চীনের সঙ্গে যথেষ্ট কথা বলছে না।

স্যার স্টিফেন লাভগ্রোভ বলেছেন, প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো শীতল যুদ্ধের সময় বরং একে অপরকে এখনকার চেয়ে আরো ভালোভাবে বুঝতে পারত। আজকের সংলাপের অভাব হিসাব-নিকাশে ভুল করে ফেলার সম্ভাবনাকে আরো বাড়িয়ে দিয়েছে।

লাভগ্রোভ বলেন, ‘চার্চিলের উদ্ধৃতি মত বলতে চাই আমরা সংলাপ চাই, যুদ্ধ নয়’।

তিনি আরো বলেন, বিশ্ব ‘অস্ত্র বিস্তারের নতুন যুগে’ প্রবেশ করেছে যাতে বিপজ্জনক অস্ত্রশস্ত্র আরও ব্যাপকভাবে পাওয়া যায়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে একটি ফোন কলের আগে স্টিফেন লাভগ্রোভের এ বক্তব্য এলো। এটা হবে মার্চের পর থেকে দুই নেতার মধ্যে প্রথম সংলাপ। সূত্র: বিবিসি

LEAVE A REPLY