যুক্তরাষ্ট্রের জিএইচএআই কমিউনিকেশনস ডিরেক্টর জেনিফার পেটারসন সজীব আহমেদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক সম্মাননা তুলে দেন
যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এবং গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সংগঠন সমষ্টির পক্ষ থেকে মিডিয়া ফেলোশিপ পেয়েছেন কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার সজীব আহমেদ।
.jpg.jpg)
আজ বৃহস্পতিবার রাজধানীর লা ভিন্সি হোটেলে যুক্তরাষ্ট্রের জিএইচএআই কমিউনিকেশনস ডিরেক্টর জেনিফার পেটারসন ক্রেস্ট, সনদ ও আর্থিক সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশের কান্ট্রি লিড রূহুল কুদ্দুস ও সমষ্টির পরিচালক মীর মাসরুর জামানসহ প্রমূখ।
পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক রিপোর্টিংয়ের উপর এই মিডিয়া ফেলোশিপটি দেওয়া হয়।
সজীব আহমেদ সম্প্রতি ‘সিসিএস ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার-২০২২ পেয়েছিলেন।