সাফাই গাইলেন ইউক্রেনের ফার্স্ট লেডি

যুদ্ধে জড়িয়েছে দেশ। এরই মধ্যে ফ্যাশন ম্যাগাজিন ভোগের জন্য ফটোসেশন করে সমালোচনায় পড়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। অবশ্য এই ফটোশেসনের ব্যাপারে সাফাই গেয়েছেন তিনি। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এ ব্যাপারে তিনি বলেন, ইউক্রেনের ব্যাপারে বলার জন্য সব সুযোগ আমি গ্রহণ করি। আর এটা একটা বড় সুযোগ। লাখ লাখ মানুষ ভোগ পড়ে। তাদের সঙ্গে সরাসরি কথা বলাটা আমার দায়িত্ব। 

তিনি বলেন, শান্তিপূর্ণ জীবনে, আমি মনোযোগ পেতে অভ্যস্ত নই। সবাই সম্মুখ সারিতে লড়াই করছে। এটা একটা কাজ এবং আমাকে সেই কাজটি করতে যেতে হবে। 

রাশিয়ার কাছ থেকে মুক্ত থাকা দেশের কিছু অংশে ইউক্রেনীয়রা স্বাভাবিকতার জীবনযাপনের চেষ্টা করছে বলেও বিবিসিকে জানিয়েছেন তিনি। 

ভোগের সর্বশেষ ডিজিটাল প্রচ্ছদের তারকা হিসাবে ওলেনা জেলেনস্কার ছবি পোস্ট করে তাকে ‘সাহসের প্রতিকৃতি’ বলে অভিহিত করেছে। ওই ছবিতে ইউক্রেনীয় ফার্স্ট লেডি প্রেসিডেন্টের কার্যালয়ের ভিতরে কালো প্যান্ট ও সাদা টপ পরিহিত অবস্থায় বসে আছেন। তিনি সৈন্যদের এবং ধ্বংসাবশেষের সঙ্গেও ছবি তুলেছেন বলে ভোগের ইনস্টাগ্রামে প্রকাশিত অন্যান্য ছবিতে দেখা গেছে।

ভোগের ইনস্টাগ্রাম পেজে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধ একটি জটিল নতুন পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেশটির ফার্স্ট লেডি, ওলেনা জেলেনস্কা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন–একজন সম্মুখসারির কূটনীতিক এবং তার দেশের মানসিক যন্ত্রণার প্রতিচ্ছবি। 

ভোগ ম্যাগাজিনের আলাপকালে জেলেনস্কা বলেন, তিনি দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ক্রাইভি রিহ শহরে একটি হাই স্কুলে জেলেনস্কির সঙ্গে তার দেখা হয় । তারা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রেম শুরু করেন। সেই সময় একটি ব্যঙ্গাত্মক দল গঠন করেছিলেন তারা।

অক্টোবর সংখ্যাতে জেলেনস্কার সম্পূর্ণ প্রতিবেদনটি পাওয়া যাবে বলে জানিয়েছে ভোগ।

LEAVE A REPLY