দক্ষিণে নজর ইউক্রেনের, কিয়েভে মারাত্মক হামলা চালাল রাশিয়া

ইউক্রেনজুড়ে মারাত্মক হামলা চালিয়েছে রাশিয়া। খারসন অঞ্চল পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের মরিয়া চেষ্টার মধ্যে কিয়েভে হামলা চালাল মস্কো। ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ক্রোপিভনিতস্কি শহরের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। এছাড়া বাখমুতে তিন জন নিহত হয়েছে।

কিয়েভের পাশেই সেনা ঘাঁটিতে ১৫ জন গুরুতর আহত হয়েছে। ইউক্রেনের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও হামলা চালিয়েছে রুশ সেনারা।

কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী এলাকা এবং উত্তর চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইউক্রেনের একজন আঞ্চলিক গভর্নর বলেছেন, রাশিয়া কৃষ্ণ সাগর থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিয়েভ অঞ্চলে আক্রমণ করেছে। এতে ১৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক ছিল।  

ইউক্রেন বলেছে, তারা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কিন্তু মস্কোর বাহিনী রাজধানীর বাইরে লিউটিজ গ্রামে একটি সামরিক কম্পাউন্ডে আঘাত করে একটি ভবন ধ্বংস করেছে এবং অন্য দুটিকে ক্ষতিগ্রস্ত করেছে।

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, ক্ষেপণাস্ত্রের সাহায্যে রাশিয়া ব্যাপক প্রতিরোধের প্রতিশোধ নিচ্ছে, যা ইউক্রেনীয়রা তাদের রাষ্ট্রত্বের কারণে সুনির্দিষ্টভাবে সংগঠিত করতে সক্ষম হয়েছিল। ইউক্রেন এরই মধ্যে রাশিয়ার পরিকল্পনা ভঙ্গ করেছে এবং আত্মরক্ষা চালিয়ে যাবে।

চেরনিহিভের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ চাউস জানিয়েছেন, রাশিয়া ও প্রতিবেশী বেলারুশ থেকে হোনচারিভস্কা গ্রামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চেরনিহিভ অঞ্চলকে কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ্যবস্তু করা হলো।

ইউক্রেন বলেছে, তারা খারসন অঞ্চলটি পুনরুদ্ধার করার জন্য আক্রমণ শুরু করেছে। বুধবার ডিনিপার নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু তারা ভেঙে দিয়েছে। রাশিয়া যুদ্ধের প্রথম দিকে এই স্থানের নিয়ন্ত্রণ নিয়েছিল।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY