গ্যাস সঙ্কট, গরম পানিতে গোসল ছাড়ল জার্মানির হ্যানোভারের বাসিন্দারা

রাশিয়া ঠিক মতো গ্যাস সরবরাহ করছে না। গ্যাসের এই সঙ্কটে পানি গরম করে গোসল করার অভ্যাস ত্যাগ করছে জার্মানির হ্যানোভারের বাসিন্দারা। বর্তমানে তারা ঠান্ডা পানিতে গোসলের অভ্যাস করছে।

রাশিয়া নাটকীয়ভাবে জার্মানিতে গ্যাস সরবরাহ হ্রাস করার পর এটিই প্রথম বড় কোনো শহর, যেখানে গরম পানি ব্যবহার বন্ধ করা হয়েছে।

শহরটির সবগুলো সরকারি ভবনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই শীতে রাশিয়া থেকে ১৫ শতাংশ কম গ্যাস নিতে রাজি হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন। যার প্রভাব এসে পড়েছে জোটের অন্যতম সদস্য জার্মানির ওপর। জার্মান সরকার জনগণকে বলে দিয়েছে- এখন থেকে তারা কম গ্যাস পাবে এবং একইসঙ্গে বিদ্যুতের জন্য বাড়তি বিল পরিশোধ করতে হবে তাদের।

স্থানীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি ভবনগুলোতে নগরবাসীকে হাত-মুখ ধোঁয়ার জন্য আর গরম পানি সরবরাহ করা হবে না। এছাড়া সুইমিংপুল, অডিটোরিয়াম এবং জিমগুলোতে ঠান্ডা পানিতেই গোসল করতে হবে তাদের।

বিদ্যুৎ সাশ্রয়ে আলোকনজ্জা ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি টাউন হল ও যাদুঘরের মতো গুরুত্বপূর্ণ ভবনগুলোতেও আর রাতের বেলা জ্বলবে না কোনো আলো।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY