ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের রাজস্থানের বারমারে মাঝ আকাশে আকস্মিকভাবে একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় ওই বিমানে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারতের বিমানবাহিনীর মিগ-২১ বিমানের দুই পাইলটের শরীর ছিন্ন বিছিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

বারমারের জেলা প্রশাসক লোক বান্দু বলেছেন, ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিমানবাহিনীর কর্মকর্তারা। সেখানে উদ্ধারকারী দলও হাজির হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

kalerkantho

তবে বিশেষ প্রশিক্ষণের অংশ হিসেবে রাতের আকাশে উড্ডয়ন করেছিল সোভিয়েত আমলের যুদ্ধবিমানটি।

সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY