একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া গত কয়েক বছর ধরেই অভিনয়ে নিয়মিত। তার অভিনীত নতুন একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
সম্প্রতি নতুন আরেকটি সিনেমার কাজ শেষ করেছেন। মেহেদী হাসানের পরিচালনায় এটির নাম ‘জল জ্যোৎস্না’। এতে একজন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। গাইবান্ধার গ্রামাঞ্চলে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে সিনেমাটির কারিগরি অংশের কাজ চলছে।
এতে অভিনয় প্রসঙ্গে কেয়া বলেন, অনেক দিন পর গ্রামীণ গল্পের সিনেমায় অভিনয় করলাম। গাইবান্ধার একটি গ্রামে এটির পুরো শুটিং হয়েছে। আমি যে চরিত্রে অভিনয় করেছি, তা নিয়ে আমি বেশ তৃপ্ত। গ্রামের মানুষরা বেশ অতিথি পরায়ন ছিল। আমি তাদের আতিথেয়তায় মুগ্ধ। শুটিং না থাকলেও আবার সেই এলাকায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আমার। আশা করছি এটি দর্শকপ্রিয়তা পাবে।
এদিকে কেয়ার আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো ‘ইয়েস ম্যাডাম’, ‘বনলতা’, ‘সীমানা’। সিনেমার পাশাপাশি মাঝে মধ্যে নাটকেও অভিনয় করেন কেয়া। সর্বশেষ গত ঈদে একটি সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন তিনি।