অস্ত্র মজুদের পরপরই রুশ অস্ত্রাগারে ইউক্রেনের হামলা

রাশিয়ার দখলকৃত খেরসনে ফের হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। 

তাদের হামলায় রুশ সেনাদের একটি অস্ত্রের গুদাম ধ্বংস হওয়ার দাবি জানানো হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে। 

স্থানীয় টেলিগ্রাম চ্যানেলগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে বোঝা গেছে খেরসনের ব্রাইলিভকায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খেরসন সিটি থেকে যা ৪০ কিলোমিটার দূরে। 

খেরসনের সামরিক ও বেসামরিক প্রশাসনের উপদেষ্টা সেরহি ক্লান দাবি করেছেন, যে অস্ত্রের গুদামে হামলা চালানো হয়েছে সেখানে মাত্রই অস্ত্র মজুদ করেছিল রুশ সেনারা। এরপর সেখানে হামলা চালানো হয়েছে। তাছাড়া অস্ত্র পরিবহণের গুরুত্বপূর্ণ ব্রাইলিভকা রেল স্টেশনেও হামলা চালানোর দাবি করেছেন তিনি।  

এ ব্যাপারে সেরহি ক্লান বলেছেন, দখলদারদের অন্যতম গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র, খেরসনের ব্রাইলিভকা রেল স্টেশন ধ্বংস করা হয়েছে। রুশ সেনারা সেখানে মাত্রই অস্ত্র ও যন্ত্রাংশ এনেছে। সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, সাধারণ মানুষ বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন। খুব সম্ভবত তেলের ডিপোতেও হামলা হয়েছে।

এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ব্রাইলিভকা রেল স্টেশনের কাছে একটি তেলের ডিপো আছে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY