জর্ডানের যে অনুরোধ ফিরিয়ে দিল ইসরাইল

জর্ডানের কিং আব্দুল্লাহর সঙ্গে দুইদন আগে আম্মানে দেখা করেন ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। 

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, এ বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রীকে জর্ডানের কিং আব্দুল্লাহ বলেছিলেন, জর্ডান পবিত্র মসজিদ আল আকসায় পবিত্র কোরআন শরীফের কিছু কপি নিতে চায়। 

কিন্তু জর্ডানের কিং আব্দুল্লাহর এ প্রস্তাব ফিরিয়ে দেন অবৈধ দেশ ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। 

ইসরাইলি গণমাধ্যম কান ১১ এ বিষয়টি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকেও ঠিক একই অনুরোধ করেছিলেন জর্ডানের কিং। কিন্তু বেনেটও সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এমনকি যখন ইসরাইলের প্রেসিডেন্ট জর্ডানে গিয়েছিলেন তখনও তাকে একই অনুরোধ করা হয়েছিল। 

জর্ডানের শাসক হাসমিতে পরিবার আল আকসা মসজিদ এবং জেরুজালেমের অবস্থিত মুসলিম এবং খ্রিষ্টান স্থাপনাগুলোর দেখভালোর দায়িত্বে আছেন। তারা এগুলোর অভিবাবক। কিন্তু ২০০০ সালের পর থেকে ইসরাইল জর্ডানের রাজ পরিবারকে তাদের কাজ ঠিকমতো করতে দিচ্ছে না। 

এদিকে আল আকসা মসজিদে যেন আর কোনো সংঘাত না হয় সেজন্য গত এপ্রিল থেকে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করছে জর্ডান। 

সূত্র: দ্য নিউ আরব 

LEAVE A REPLY